রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পূবাইলে ইয়াবাসহ একজন আটক 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইলে ইয়াবাসহ একজন আটক 

গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। গত শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড থানাধীন মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. হাবিবুল্লাহ। তিনি পূবাইল থানার মেঘডুবি (পশ্চিম পাড়া) এলাকার মৃত হাছেন উদ্দিনের ছেলে।

পূবাইল থানার এসআই মো. নাছির উদ্দিন জানান, রাতে মেঘডুবি হাবিবুল্লাহর বাড়ির সামনে থেকে তার দেহ তল্লাশি করে ৩০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করা হয়। পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ